সত্য গোপনকারী বোবা শয়তান কি হাদীস?

মাসিক আল কাউসারবিবিধ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

الساكت عن الحق شيطان أخرى • সত্য গোপনকারী বোবা শয়তান। এ বাক্যটি হাদীস কি না? হাদীস হলে কোন কিতাবে আছে এবং সনদের মান কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত উক্তিটি হাদীস হিসেবে প্রমাণিত নয়। আল্লামা কুশাইরী i , ইমাম নববী i ও আবদুর রউফ

মুনাভী i একে প্রখ্যাত ফকীহ ও বুযুর্গ আবু আলী আদ্দাক্বাক i (মৃত্যু ৪০৬ হি.) এর উক্তি হিসেবে উল্লেখ করেছেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আররিসালাতুল কুশাইরিয়া, পৃষ্ঠা: ১২০
  • শরহুন নববী, খন্ড: , পৃষ্ঠা: ১৯
  • শাযারাতুয যাহাব, খন্ড: , পৃষ্ঠা: ১৮০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১