সকাল বেলা রমী করা

মাসিক আল কাউসারহজ্জ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের হজ্ব-কাফেলার মুআল্লিম সাহেব যিলহজ্বের ১১ ও ১২ তারিখ যোহরের পর বেশি ভিড় হবে বলে সকাল ৮/৯ টার সময় রমী করিয়ে আমাদের নিয়ে মক্কায় চলে যান। জানতে চাই, সকাল বেলা এভাবে রমী করার দ্বারা তা আদায় হয়েছে কি না এবং আদায় না হলে কোনো জরিমানা আসবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূলে কারীম c -এর আমল ও আছারে সাহাবার আলোকে অধিকাংশ ফকীহ একমত যে, ১১ ও ১২ যিলহজ্ব সূর্য ঢলার আগ পর্যন্ত রমীর সময় হয় না। তাই এ সময় রমী করলে ওয়াজিব আদায় হবে না। সুতরাং কেউ আগে রমী করলে তাকে আবার সূর্য ঢলার পর রমী করতে হবে। অন্যথায় জরিমানা দম দিতে হবে।

অতএব প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের উপর জরিমানা দম ওয়াজিব হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩২৪
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৮
  • মানাসিকে মোল্লা আলী কারী, পৃষ্ঠা: ২৩৭
  • গুনইয়াতুন নাসিক, পৃষ্ঠা: ১৮১
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ৩২৮
  • আলমাজমু’, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • যখীরাহ, খন্ড: , পৃষ্ঠা: ২৭৫
  • আলবাহরুল আমীক, খন্ড: , পৃষ্ঠা: ১,৮৭৩
  • সহীহ মুসলিম, হাদীস নং: ১,৩০০
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং: ১৪,৭৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১