ষাঁড়ের শিংয়ের উপর পৃথিবীর অবস্থান

মাসিক আল কাউসারবিবিধ২৫ মার্চ, ২১

প্রশ্ন

গ্রামদেশে একটি কথা বেশ প্রসিদ্ধ যে, পুরো পৃথিবী একটি ষাঁড়ের শিংয়ের উপর অবস্থিত। ষাঁড় যখন শিং নাড়া দেয় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। এটা নাকি হাদীস। আমাদের দেশের কোনো কোনো বক্তা খুব মুখরোচকভাবে বলে থাকেন। জানতে চাই তা সহীহ কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এমন কথা কোনো হাদীসে নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আল্লামা ইবনুল কাইয়েম i এবং আবু হাইয়ান i একে ভিত্তিহীন ও জাল বলেছেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমানারুল মুনীফ, পৃষ্ঠা: ৭৮
  • আলইসরাঈলিয়্যাত ওয়ালমাওযূআত, পৃষ্ঠা: ৩০৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১