শোকার্ত পরিবারবর্গকে খাবার প্রদান করা

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

প্রায়ই দেখা যায় যে, কোন বাড়ীতে যদি কেউ মারা যায়, প্রতিবেশী বা নিকট আত্মীয়রা দুই অথবা তিনদিন শোকার্ত পরিবার বর্গকে খাবার পরিবেশন করে থাকে। ইসলামী শয়ীয়ত মুতাবিক তার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কেউ মারা গেলে তার শোকার্ত পরিবার বর্গের জন্য খানার ব্যবস্থা করা এবং তাদেরকে খাওয়ানো মুস্তাহাব। এজন্য অনেক সাওয়াবও রয়েছে। রাসূল c হযরত জাফর e এর শোকার্ত পরিবারের লোকদের জন্য খানা পাকাতে বলেছিলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১