শুধুমাত্র আল্লাহকএ সাক্ষী রেখে বিবাহ

মাসিক আল কাউসারবিবাহ-তালাক২৬ ফেব, ২১

প্রশ্ন

আমি শুনেছি যে, ছেলে আর মেয়ে শুধু তারা দু’জনে এক হয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ করলে তা জায়েয হবে। কথাটি কতটুকু সত্যি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, এভাবে বিবাহ সংঘটিত হবে না। বিবাহ শুদ্ধ হওয়ার জন্য অন্তত দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার উপস্থিতিতে তাদেরকে শুনিয়ে ইজাব কবুল হওয়া আবশ্যক। অন্যথায় বিবাহ শুদ্ধ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলাউস সুনান, খন্ড: ১১, পৃষ্ঠা: ১৭
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ২১০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১১০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৮৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১