শুধু মাথা নড়িয়ে সালামের উত্তর দেওয়া

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয২৭ ফেব, ২১

প্রশ্ন

কোনো কোনো লোককে দেখা যায়, সালাম দিলে উত্তরে শুধু মাথা নাড়ায়। মুখে জওয়াব দেয় না। প্রশ্ন হল, শুধু মাথা নাড়ালেই সালামের জওয়াব আদায় হবে কি না? জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সালামদাতাকে জওয়াব শুনিয়ে দেওয়া ওয়াজিব। জওয়াব না শুনিয়ে নিম্ন স্বরে দেওয়া যথেষ্ট নয়। আর মৌখিক জওয়াব না দিয়ে শুধু মাথা নাড়ানোর দ্বারা সালামের উত্তর আদায় হয় না। উল্লেখ্য যে, যদি সালামদাতা বধির হয় কিংবা দূরে থাকে যেখানে আওয়াজ পৌঁছবে না। তাহলে মৌখিক জওয়াবের পাশাপাশি ইশারাও করবে। যেন সালামদাতা বুঝতে পারে যে, তার সালামের জওয়াব দেওয়া হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৯২৪
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৯৯
  • উমদাতুল কারী, খন্ড: ২২, পৃষ্ঠা: ২৩০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪১৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৩
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৩
  • সূরা: নিসা, আয়াত: ৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১