শীষ বাজালে, গান গেলে ইবাদত নষ্ট হয় কি-না?

ইসলামী জিন্দেগীজায়েয-নাজায়েয২২ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তির কাছে শুনলাম- মুখ দিয়ে ইচ্ছাকৃত শীষ বাজালে (গান গাইলে) নাকি তার ইবাদত বন্দেগী কবুল হয় না। কথাটি কতটুকু সত্য?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মক্কার কাফেররা শীষ বাঁজানো, তালি দেয়া ইত্যাদিকে ইবাদত মনে করতো। মুসলমানদের জন্য বিধর্মীদের ধর্মীয় ঐতিহ্য এবং রীতি-নীতি অনুসরণ, অনুকরণ করা যেহেতু নাজায়িয, তাই হাতে তালি দেয়া এবং শীষ বাজানো কাফেরদের ধর্মীয় ঐতিহ্য হওয়ার কারণে তা অবশ্যই গোণাহের কাজ।

অতএব, গোণাহের কাজ (শীষ বাজানো) পরিহার করে তাওবা করা উচিত। তবে এর দ্বারা ইবাদত কবুল হয় না, বা বাতিল হয়ে যায়- এ ধরনের কথা বলা ঠিক নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে কুরতুবী, খন্ড: , পৃষ্ঠা: ৪০০
  • তাফসীরে কাবীর, খন্ড: ১৫, পৃষ্ঠা: ১৫৯
  • তাফসীরে রুহুল মা’আনী, খন্ড: , পৃষ্ঠা: ২০৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১