শরয়ী দন্ডবিধি বাস্তবায়ন

ইসলামী জিন্দেগীবিচারব্যবস্থা৪ ফেব, ২১

প্রশ্ন

যেহেতু মুফতী সাহেবরা ফাতাওয়া দিয়ে থাকেন তাহলে কী দন্ডবিধি বাস্তবায়ন করা তাদের দায়িত্ব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আমাদের এ বিষয়টিও স্মরণ রাখতে হবে যে, রাষ্ট্র যদি ইসলামী হয় তাহলে ফাতাওয়া প্রয়োগ ও বাস্তবায়নের ন্যস্ত থাকে সরকারের উপর। আর রাষ্ট্র ইসলামী না হলে শরঈ দন্ডবিধি বাস্তবায়ন মুফতীর দায়িত্ব নয়। মুফতী সাহেব শুধু শরঈ সিদ্ধান্ত দিতে পারবেন। বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র ও সরকারের। বাংলাদেশে কোন কোন অশিক্ষিত বা অর্ধ শিক্ষিত লোক যিনা-ব্যভিচারের দন্ড বাস্তবায়নের বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ঘটিয়ে অজ্ঞতার পরিচয় দিয়েছে অথচ দোষ চাপানো হয়েছে মুফতী ও আলেম সমাজের উপর। এটা কোন ক্রমেই কাম্য নয়।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ ফেব, ২১