লাহনে জলীর সংজ্ঞা ও হুকুম

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

লাহনে জলী কাকে বলে? নামাযে কিরা‘আত লাহনে জলী পড়লে নামায শুদ্ধ হবে কি? জনৈক ইমাম সাহেব বললেন- তিন আয়াত কিরা‘আত সহীহভাবে পড়লে, এর পরে ভুল হলেও নামায শুদ্ধ হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে- তিন আয়াতের পর কোন আয়াতের অর্থ সম্পূর্ণ বিপরীত হলেও কি নামায সহীহ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

লাহনে জলী অর্থ বড়-ভুল যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। আয়াতের অর্থ বাতিল হয়, সেরূপ ভুলের দ্বারা কোন কোন ক্ষেত্রে নামায বাতিল হয়ে যাবে, যদিও সেরূপ ভুল তিন আয়াতের পরে হোক না কেন। সুতরাং জনৈক ইমাম সাহেব যে কথা বলেছেন, তা সহীহ নয়। তবে লাহনে খফী (সাধারণ ভুল) যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না, তার দ্বারা নামায বাতিল হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  •  ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৮
  • জামালুল কুরআন, পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১