লাশ বা কফিনে ফুল দ্বারা শ্রদ্ধাঞ্জলি দেওয়া

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

আমাদের দেশে কোন রাজনীতিবিদ বা সরকারী কোন বড় অফিসার মারা গেলে তার লাশ বা কফিনের উপর ফুলের মালা দ্বারা শ্রদ্ধা প্রদর্শন করা হয়। এটা শরী‘আতের দৃষ্টিতে বৈধ কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৃত ব্যক্তিকে ফুলের মালা বা তোড়ার মাধ্যমে যে শ্রদ্ধা প্রদর্শন করা হয়, শরী‘আতের দৃষ্টিতে তার কোন ভিত্তি নেই। কেন নবী-রাসূল, সাহাবায়ে কিরাম, তাবিঈন বা কোন বুযুর্গের লাশকে এমন শ্রদ্ধা প্রদর্শন করার কোন প্রমাণ নেই। এতে যদি মৃত ব্যক্তির কোন উপকার হতো, তাহলে অবশ্যই নবী-রাসূল ও বুজুর্গানে দীন এর নির্দেশ দিতেন। যেহেতু শরী‘আতে এর কোন অস্তিত্ব নেই, অতএব পরিত্যায্য। মৃত ব্যক্তির জন্য ইস্তিগফার, তিলাওয়াত ও দু‘আয়ে মাগফিরাত করা এবং তার কবর যিয়ারতের উদ্দেশ্যে হাজির হওয়া এটাই তার প্রতি শ্রদ্ধা প্রকাশের উত্তম ও একমাত্র পদ্ধতি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহিমীয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • ফয়জুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৩১১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১