লাশ নরম হলে তাকে গোসল দেওয়া

মাসিক আল কাউসারবিবিধ৫ এপ্রিল, ২১

প্রশ্ন

কিছুদিন আগে ধানক্ষেতে একটি লাশ পাওয়া যায়। লাশটি এতই নরম ছিল যে, ডলে ডলে গোসল দিতে গেলে চামড়া খসে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ধরনের ক্ষেত্রে লাশকে গোসল দেওয়া কি জরুরি? যদি জরুরি হয় তাহলে কীভাবে গোসল দিবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

এ ধরনের নরম লাশকেও গোসল দেওয়া জরুরি। এক্ষেত্রে শরীরের উপর শুধু পানি ঢেলে দিবে। ডলে ডলে ধোয়ার প্রয়োজন নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৩৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮
  • মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ৩১২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১