লন্ড্রি দোকানে পার্টনারশিপ

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমার একটি লন্ড্রি দোকান আছে। পূর্বে বেতনভুক্ত একজন কর্মচারী রেখেছিলাম। দু’জন মিলে কাজ করতাম। কোনো কারণে সে চলে যায়। এখন এক ব্যক্তি আমাকে প্রস্তাব করেছে যে, সে আমার দোকানে আসবে। দু’জন মিলে মানুষ থেকে কাপড় গ্রহণ করব, ধোলাই ও ইস্ত্রি করব। যা উপার্জন হবে তা অর্ধাঅর্ধি হারে বণ্টিত হবে।

জানার বিষয় এই যে, এই পদ্ধতিতে তাকে নেওয়া বৈধ হবে কি না? চাইলে তার সঙ্গে এভাবে চুক্তি করতে পারব কি না যে, যা উপার্জন হবে তার দুই ভাগ আমার, এক ভাগ তার? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে দু’জনের মাঝে যা লাভ হবে তা নির্ধারিত হারে বণ্টনের চুক্তি করা জায়েয হবে। দু’জনের কে কত ভাগ পাবে তা আগে থেকে নির্ধারণ করে নিবে। উভয়ের সম্মতিতে একজনের এক ভাগ ও অপরজনের দুই ভাগও হতে পারে। আবার অন্য কোনো হারেও হতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাজাল্লাতুল আহকামিল আদলিয়াহ, পৃষ্ঠা: ১,৩৮৫
  • শরহুল মাজাল্লাহ, খালিদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩১
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩২২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১