রোযার নিয়্যতের সময়সীমা

ইসলামী জিন্দেগীরোজা১৯ ফেব, ২১

প্রশ্ন

মাসিক রাহমানী পয়গাম জানুয়ারী ৯৮ সংখ্যায় “রোযার মাসায়িল” শিরোনামে রামাযানের দিনে ১১টার পূর্বে রোযার নিয়্যত করলেই রোযা হয়ে যাবে। কিন্তু অন্য একটা মাসিক ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে যে, হাদীসে শরীফে আছে, যে ব্যক্তি রাত্র শেষ হওয়ার পূর্বেই রোযার নিয়্যত করল না, তারা রোযা হবে না। সঠিক মাসআলা জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাহমানী পয়গামে যা লেখা হয়েছে, তাই সঠিক। দ্বীপ্রহর এর পূর্বে আনুমানিক বেলা ১১টার পূর্বে নিয়্যত করলেই রামাযানের রোযা হয়ে যাবে। কেননা, বুখারী শরীফে আছে যে, রামাযান শরীফের রোযা ফরয হওয়ার পূর্বে যখন আশুরার রোযা ফরয ছিল, তখন একবার ২৯ তারিখে চাঁদ দেখা না যাওয়ায় মদীনার লোকেরা মুহাররমের ৯ তারিখে এক ব্যক্তিকে ঘোষণা করতে বললেন যে, যারা খানা খেয়েছে তারা যেন বাকী দিন না খায়। আর যারা খায়নি তারা যেন রোযার নিয়্যত করে নেয়। কেননা আজ আশুরার দিন। উল্লেখ্য, উক্ত মাসিক ম্যাগাজিনে যে হাদীসটি পেশ করা হয়েছে, তা কাযা রোযা বা অনির্দিষ্ট মান্নতের রোযার সাথে সম্পৃক্ত। ফরয, নফল বা নির্দিষ্ট মান্নতের রোযার ব্যাপারে নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৭
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৪
  • বুখারী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • আবূ দাঊদ শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ৩৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১