রোজা অবস্থায় মুখ ভরে বমি হওয়া

মাসিক আল কাউসাররোজা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি এক রমযানে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে খুব দুর্গন্ধ থাকায় অস্বস্তি বোধ করি এবং একপর্যায়ে বমির ভাব হয়। বমি না হওয়ার জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও বমি হয়ে যায়। জানতে চাই, এ কারণে আমার রোযা কি ভেঙ্গে গেছে? কাযা বা কাফফারা কোনটি ওয়াজিব হয়েছে?

উল্লেখ্য, আমার বমিটা মুখ ভরে হয়েছিল। বমি হওয়ার পরও সারা দিন আমি কিছু খাইনি। একেবারে ইফতারির সময় খেয়েছি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

অনিচ্ছাকৃত বমি হলে রোযা ভাঙ্গে না। সুতরাং প্রশ্নোক্ত অবস্থায় আপনার ঐ রোযা নষ্ট হয়নি; বরং তা আদায় হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আসল, খন্ড: , পৃষ্ঠা: ১৯২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪১
  • জামে তিরমিযী, হাদীস নং: ৭২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১