রোজা অবস্থায় মুখ ভরে বমি করা

মাসিক আল কাউসাররোজা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি মাইগ্রেনে আক্রান্ত। গত রমযানে একদিন হঠৎ প্রচন্ড মাথা ব্যথা শুরু হলে আমার প্রচুর পরিমাণে বমি হয়। তারপর একজন (মাওলানা) সাহেবকে মাসআলা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, মুখ ভরে বমি হওয়ার কারণে আপনার রোযা ভেঙ্গে গেছে। মাওলানা সাহেবের উক্ত কথা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ কথা ঠিক নয়। অনিচ্ছাকৃত মুখভরে বমি হলেও রোযা ভাঙ্গে না। অবশ্য ইচ্ছাকৃত মুখভরে বমি করলে রোযা ভেঙ্গে যায়। হাদীস শরীফে এসেছে, আবু হুরায়রা e থেকে বর্ণিত। রাসূলুল্লাহ c ইরশাদ করেছেন, রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে কাযা করতে হয় না। আর ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসনাদে আহমদ, খন্ড: , পৃষ্ঠা: ৪৯৮
  • কিতাবুল আছল, খন্ড: , পৃষ্ঠা: ৩১০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪১
  • তুহফাতুল ফুকাহা, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭৪
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,৩৭৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১