রোজা অবস্থায় ইচ্ছাকৃত বমি করা

মাসিক আল কাউসাররোজা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

রমযান মাসে রোযা অবস্থায় অসুস্থতার কারণে এক ব্যক্তির বমি হয়। এর দ্বারা কি তার রোযা ভেঙ্গে গেছে? এখন তার কী করণীয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, একারণে তার রোযা ভাঙ্গেনি। কেননা রোযা অবস্থায় অনিচ্ছাকৃত বমি হলে (যদি তা বেশিও হয়) রোযা ভাঙ্গে না। অবশ্য কেউ ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোযা ভেঙ্গে যাবে। হাদীসে আছে, রাসূলুল্লাহ c ইরশাদ করেছেন, রোযা অবস্থায় (অনিচ্ছাকৃত) বমি হলে তা কাযা করতে হবে না। কিন্তু ইচ্ছাকৃত বমি করলে সে যেন তা কাযা করে নেয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আসল, খন্ড: , পৃষ্ঠা: ২০২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩২৬
  • জামে তিরমিযী, হাদীস নং: ৭২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১