রেলগাড়ী বা পানির জাহাজে চাকুরীজীবির নামায

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

যারা রেল গাড়ীতে বা কোন পানির জাহাজে চাকুরী করেন তারা কি মুসাফির, না মুকীম? বলা বাহুল্য, রেলগাড়ী এবং জাহাজ প্রায় সব সময় চলন্ত অবস্থায় থাকে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যারা কোন গাড়ী বা পানীয় জাহাজে চাকুরী করেন এবং নিজের বাসস্থান থেকে সফরের দূরত্বে ভ্রমণ করতে থাকেন, তারা সর্বাবস্থায় নামায কসর পড়বেন। কারণ, সমুদ্রজাহাজ ইত্যাদি ইকামতের স্থানই নয়। আর স্থলের গাড়ীতে চাকুরীরত যারা দূর-দূরান্তের সফরে থাকেন, তারা এক স্থানে অবস্থানের সুযোগ পান না। সুতরাং ভ্রমণরত অবস্থায় পূর্ণ নামায পড়া জায়িয হবে না। কেননা, ফরয নামাযের এই কসর পড়া হানাফী মাযহাব মতে ওয়াজিব।

উল্লেখ্য, ‍মুসাফির একা নামায পড়লে বা ইমাম হলে চার রাকা‘আতওয়ালা ফরয নামাযে কসর পড়তে হয়। কিন্তু কোন মুকীম ব্যক্তির পিছনে ইক্তিদা করলে মুসাফিরদের চার রাকা‘আতই পড়া জরুরী। সেক্ষেত্রে কসর হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • আদদুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১২৫
  • বাদায়িয়ুস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • মাজমু‘আতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০২
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৭৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১