রেডিও-টেলিভিশনে শোনা আযানের জবাব

মাসিক আল কাউসারবিবিধ১৩ মার্চ, ২১

প্রশ্ন

বর্তমানে রেডিও টেলিভিশনে যে আযান শোনা যায় তার জওয়াব দিতে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস শরীফে আযানের উত্তর দেওয়ার যে নির্দেশ এসেছে তা সরাসরি মুআযযিন থেকে শোনা আযানের ব্যাপারে বলা হয়েছে। রাসূলুল্লাহ c ইরশাদ করেছেন, যখন তোমরা মুআযযিনকে বলতে শুনবে তখন তোমরাও তার অনুরূপ বল। তাই রেকর্ডকৃত আযান প্রচারিত হলে তার জবাব দেওয়া মাসনূন বলে বিবেচিত হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ১৬৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২১৬
  • আলফিকহ আলাল মাযাহিবিল আরবাআহ, পৃষ্ঠা: ১৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১