রিক্সা ভাড়া দেওয়া

মাসিক আল কাউসারভাড়া-লিজ১৪ মার্চ, ২১

প্রশ্ন

আমার অনেকগুলো রিকশা আছে। অনেকে দুই বেলার জন্য ভাড়া নেয় আবার অনেকে এক বেলার জন্য। আমি তাদেরকে নির্দিষ্ট টাকার বিনিময়ে ভাড়া দেই। দুই বেলা চালালে এত দিতে হবে আর এক বেলা চালালে এত দিতে হবে।

জানিয়ে বাধিত করবেন যে, এই পন্থায় ভাড়া দেওয়া-নেওয়া এবং লাভবান হওয়া জায়েয আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ঐভাবে রিক্সা ভাড়া দেওয়া-নেওয়া বৈধ হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৯
  • আননুতাফ ফিলফাতাওয়া, পৃষ্ঠা: ৩৩৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১০২
  • শরহুল মাজাল্লা খালিদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ৬৮৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১