রাসূল c এর নূর প্রথমে সৃষ্টির মর্ম

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসসিরাত ও ইতিহাস৯ মে, ২১

প্রশ্ন

মানুষের মুখে প্রচলিত কথা যেগুলোকে হাদীস বলে প্রচার করা হয়। যেমন “নবী c এর নূর প্রথমে তৈরি করা হয়েছে. এ হাদীসটি কি কারণে জাল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূলে কারীম c -এর নূর সর্বপ্রথম তৈরী করার প্রচলিত মন্তব্যটি কোন হাদীস নয়। জাল ও বানোয়াট।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল মুগীর আলা আহাদীসিল মাওযূআতে ফিল জামিয়িস সগীর, পৃষ্ঠা:
  • আততালীকাতুল হাফেলা আলা আজবিবাতিল ফাযেলা, পৃষ্ঠা: ১২৯
  • আল বূসীরী মাদেহুর রাসূলিল আযম, পৃষ্ঠা: ৭৫
  • আলআসারুল মারফূআ, পৃষ্ঠা: ৪৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১