রাত্রে কুরবানী করা

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

রাতের বেলায় কুরবানী করার ব্যাপারে শরীয়তের হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাত্রি বেলায় কুরবানী করার ব্যাপারে শরীয়তের বিধান হল, যিলহজ্জ মাসের একাদশ ও দ্বাদশ রাত্রিতে কুরবানী করা মূলত জায়িয। কিন্তু, যেহেতু রাত্রিতে কুরবানী করলে সুন্দরভাবে যবেহের ক্ষেত্রে ব্যাঘাত ঘটার আশংকা আছে, তাই রাত্রি বেলায় কুরবানী করা মাকরুহে তানযিহী হবে।

উল্লেখ্য, শরীয়তের নিয়ম হিসেবে রাত আগে আসে, দিন পরে আসে। তবে ঈদের পূর্বে রাত্রে এবং ১২ই যিলহজ্জ দিবাগত রাতে কুরবানী করলে তা আদায় হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • বাদায়িউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫১০
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১