রমজানের শেষ দশকের এতেকাফের কাজা

মাসিক আল কাউসাররোজা২৭ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি রমযানের শেষ দশকে ইতিকাফে বসে। কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়ে। ফলে ইতিকাফ ছেড়ে বাড়িতে চলে আসতে হয়েছে। যার কারণে পরবর্তী দিনগুলোতে ইতিকাফ করা সম্ভব হয়নি। জানার বিষয় হল, এখন তার কী করণীয়? ইতিকাফটি তাকে কাযা করতে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ ব্যক্তিকে নফল রোযাসহ একদিনের ইতিকাফ কাযা করে নিতে হবে। এজন্য সে কোনো একদিন সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদে ইতিকাফ করবে এবং দিনের বেলা রোযা রাখবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৪
  • আহকামে ইতিকাফ, পৃষ্ঠা: ৫০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১