রমজানের শেষ দশকের এতেকাফে গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া

মাসিক আল কাউসাররোজা২৭ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি রমযানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন। তিন দিন পর তিনি অযু-ইস্তেঞ্জার প্রয়োজন ছাড়া শুধূ সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হলেন এবং মসজিদের অযুখানায় গোসল করলেন। জানার বিষয় হল, ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয আছে কি না? বের হলে ইতিকাফ নষ্ট হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমযান মাসের শেষ দশকের ইতিকাফ অবস্থায় সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েয নেই। বের হলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তি সাধারণ গোসলের জন্য বের হওয়ার কারণে তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। যেদিন গোসলের জন্য বের হয়েছে ঐ দিনের ইতিকাফ কাযা করে নেওয়া জরুরি। আর এই ইতিকাফটি নফল ইতিকাফ হিসাবে গণ্য হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ৩৮৩
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৩
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩০১
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১