রমজানের শেষ দশকে এতেকাফ অবস্থায় রোজা ভাঙলে করণীয়

মাসিক আল কাউসাররোজা২৭ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি রমযানের শেষ দশদিন ইতিকাফে বসেছিলেন। কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং রোযা ভেঙে ফেললেন। জানতে চাই যে, রোযা ভেঙে ফেলার কারণে তার ইতিকাফ নষ্ট হয়ে গেছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রমযানের শেষ দশদিনের সুন্নত ইতিকাফের জন্য রোযা শর্ত। রোযা ব্যতীত সুন্নত ইতিকাফ আদায় হয় না। তাই উক্ত ব্যক্তি রোযা ভেঙে ফেলার কারণে তার সুন্নত ইতিকাফ নষ্ট হয়ে গেছে। অবশ্য তিনি যেহেতু মসজিদ থেকে বের হয়ে যাননি তাই তার ইতিকাফ নফল হিসাবে গণ্য হবে। নফল ইতিকাফের জন্য রোযা শর্ত নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৪
  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২২৯
  • ফাতাওয়া সিরাজিয়া, পৃষ্ঠা: ৩১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১০
  • আলবাহরুল রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১