রমজানের শুরুতেই পুরো মাসের ফিদিয়া আদায় করা

মাসিক আল কাউসাররোজা১৩ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক অসুস্থ মাযূর ব্যক্তি যিনি রোযা রাখতে পারেন না তিনি তার রোযার ফিদয়া পুরা রমযানেরটা এক সাথে রমযানের শুরুতেই আদায় করে দিতে পারবেন কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, রমযানের শুরুতেই পুরা রমযানের ফিদইয়া একত্রে আদায় করে দিতে পারবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৮৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • হাশিয়া তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৭৬
  • হাশিয়া তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১