রমজানের পূর্বে সাদাকায়ে ফিতির আদায় করা

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৩ মে, ২১

প্রশ্ন

আমার চাচা সাধারণত রমযানের শুরুতেই ফিতরা আদায় করে থাকেন। ইদানীং কয়েক বছর ধরে তিনি রমযানের পূর্বেই ফিতরা আদায় করে দিচ্ছেন। আমি জানতে চাই, সদকাতুল ফিতর রমযানের শুরুতে অথবা রমযানের পূর্বেই আদায় করা যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সদকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। আবদুল্লাহ ইবনে উমর e বলেন, রাসূলুল্লাহ c লোকজন ঈদের নামাযের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে সদকাতুল ফিতর আদায় করার নির্দেশ দিয়েছেন। -সহীহ বুখারী, হাদীসঃ ১৫০৯

অবশ্য কোনো কোনো সাহাবী থেকে ঈদের কয়েকদিন পূর্বেও ফিতরা আদায়ের কথা প্রমাণিত আছে। যেমন নাফে i বলেন, আবদুল্লাহ ইবনে উমর e ঈদের দু’ একদিন পূর্বেই তা (ফিতরা) আদায় করে দিতেন। -সুনানে আবু দাউদ, হাদীসঃ ১৬০৬

আর নাফে i থেকে অপর একটি বর্ণনায় এসেছে, আবদুল্লাহ ইবনে উমর e ঈদের দু’ তিনদিন পূর্বে ফিতরা উসূলকারীর নিকট সদকাতুল ফিতর পাঠিয়ে দিতেন। -মুয়াত্তা ইমাম মালেক, হাদীসঃ ৩১৬

সুতরাং সদকাতুল ফিতর রমযানের শেষ দিকেই আদায় করা উচিত। এতে করে গরীব লোকদের জন্য ঈদের সময়ের প্রয়োজন পূরণেও সহায়তা হয়। আর রমযানের পূর্বে ফিতরা আদায় করলেও অধিকাংশ ফকীহগণের মতে তা আদায় হয়ে যায়। সুতরাং আপনার চাচার সদকায়ে ফিতর আদায় হয়ে গেছে। তবে এ ব্যাপারে যেহেতু মতানৈক্য রয়েছে তাই সামনে থেকে সদকায়ে ফিতর রমযানেই আদায় করবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৪
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১