রবিউল আওয়াল, রবিউস সানী, জুমাদাল উলা, জুমাদাল উখরা, যিলকদ-এই মাসগুলোতে বিশেষ রোযা

মাসিক আল কাউসাররোজা২৪ মার্চ, ২১

প্রশ্ন

রবিউল আওয়াল, রবিউস সানী, জুমাদাল উলা, জুমাদাল উখরা, যিলকদ-এই মাসগুলোতে বিশেষ কোনো রোযা-নামাযের কথা কুরআন-হাদীসে আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত মাসগুলোতে বিশেষ কোনো নামায বা রোযার কথা কুরআন-হাদীসে নেই। তবে যিলকদ মাস যেহেতু আশহুরে হুরূম তথা চারটি সম্মানিত মাসের অন্যতম তাই এ মাসে নফল রোযা রাখা মুস্তাহাব। কেননা আশহুরে হুরূমে নফল রোযা রাখার কথা হাদীসে রয়েছে। একটি দীর্ঘ হাদীসে রাসূলুল্লাহ c একজন সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, তুমি আশহুরে হুরূমে রোযা রাখ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • লাতাইফুল মাআরিফ, পৃষ্ঠা: ২৮৬
  • বাযলুল মাজহূদ, খন্ড: ১১, পৃষ্ঠা: ২৯০
  • আউনুল মাবুদ, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • নায়লুল আওতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১৮
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৫
  • আলফাযাইলু ওয়াল আহকাম লিশশুহূরি ওয়াল আইয়াম, আল্লামা আবদুল করীম গুমথালভী, পৃষ্ঠা: ২০
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ২,৪২৫
  • ইবনে মাজাহ, হাদীস নং: ১,৭৪১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১