যে ধরনের মোজার উপর মাসেহ করা যায়

মাসিক আল কাউসারপবিত্রতা২ মার্চ, ২১

প্রশ্ন

এক খতীব সাহেবকে জুমআর বয়ানে বলতে শুনেছি যে, মোজার উপর মাসেহ বৈধ হওয়ার জন্য তা চামড়ার হওয়া জরুরি নয়। বরং আমাদের দেশে প্রচলিত সব ধরনের মোজার উপর মাসেহ করা জায়েয। চাই তা সুতার হোক বা পশমের হোক বা অন্য কোনো কিছুর হোক। জানতে চাই, তার এ কথা কতটুকু সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

খতীব সাহেবের ঐ কথা ঠিক নয়। চামড়ার মোজার উপর মাসেহ জায়েয আছে। কিন্তু চামড়া ছাড়া সুতা বা পশমের তৈরি যেসব মোজা সচরাচর পাওয়া যায় এর উপর মাসেহ সহীহ নয়। তবে সুতা বা পশমের মোজায় নিম্নোক্ত শর্তগুলো পাওয়া গেলে তার উপর মাসেহ জায়েয হবে। শর্তগুলো হচ্ছেঃ

ক. মোজা এমন মোটা ও পুরু হওয়া যে, জুতা ছাড়া শুধু মোজা পায়ে দিয়ে তিন মাইল পর্যন্ত হাঁটা যায়। এতে মোজা ফেটে যায় না এবং নষ্টও হয় না।

খ. পায়ের সাথে কোনো জিনিস দ্বারা বাঁধা ছাড়াই তা লেগে থাকে এবং তা পরিধান করে হাঁটা যায়।

গ. মোজা এমন মোটা যে, তা পানি চোষে না এবং তা ভেদ করে পানি পা পর্যন্ত পৌঁছায় না।

ঘ. তা পরিধান করার পর মোজার উপর থেকে ভিতরের অংশ দেখা যায় না। সচরাচর ব্যবহৃত সুতা বা পশমের মোজায় যেহেতু এসব শর্ত পাওয়া যায় না তাই এর উপর মাসেহ জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৮৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৬৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১৩৮
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ১২০
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১