যারা 'যা সহজলভ্য' তা দ্বারা কুরবানী করবে

মাসিক আল কাউসারহজ্জ২ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক আলেম বলেছেন, সূরা বাকারার ১৯৬ নং আয়াত শুধু তামাত্তু হজ্বকারীর জন্য প্রযোজ্য। তার কথা কতটুকু সঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আয়াতটিতে হজ্বে তামাত্তু ও হজ্বে কিরান দু’টোরই হুকুম বলা হয়েছে। কুরআন মজীদে ইরশাদ হয়েছে-(তরজমা) যে ব্যক্তি হজ্বের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হতে চায়, সে যা সহজলভ্য তা দ্বারা কুরবানী করবে।-সূরা বাকারাঃ ১৯৬

হজ্বের প্রাক্কালে উমরার দ্বারা লাভবান হওয়ার সুযোগ কিরান এবং তামাত্তু উভয় ক্ষেত্রেই পাওয়া যায়। কেননা উভয় ক্ষেত্রেই একই সফরে উমরা ও হজ্ব আদায় করা হচ্ছে। নির্ভরযোগ্য সকল তাফসীরগ্রন্থে হজ্বে কিরানকেও ওই আয়াতের মর্মার্থের অন-র্ভুক্ত করা হয়েছে। অতএব শুধু তামাত্তু হজ্বকে একমাত্র মর্মার্থ বলা ঠিক হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ২৫০
  • তাফসীরে মাযহারী, খন্ড: , পৃষ্ঠা: ২২৬
  • তাফসীরে তাবারী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৫
  • আহকামুল কুরআন মুফতী শফী রাহ., খন্ড: , পৃষ্ঠা: ৩১৮
  • মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ৪৮২
  • তাফসীরে ইবনে আবী হাতিম, খন্ড: , পৃষ্ঠা: ৩৪০
  • তাফসীরে আবুস সাউদ, খন্ড: , পৃষ্ঠা: ২৫০
  • আদ্দুররুল মানছূর, খন্ড: , পৃষ্ঠা: ২১৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১