যাকাতের টাকায় কিতাব কিনে মসজিদ-মাদ্রাসায় দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

যাকাত-সদকাতুল ফিতর জনৈক ব্যক্তির উপর দশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। সে এ টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে চায়। আর কুতুবখানার কিতাব পড়ে যে কেউ-ই উপকৃত হতে পারে, কিন্তু কিতাব কেউ অন্যত্র নিতে পারে না। এখন প্রশ্ন হল, যাকাতের টাকা দিয়ে কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াকফ করলে যাকাত আদায় হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত আদায়ের জন্য শর্ত হল যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে তার মালিক বানিয়ে দেওয়া।

আর কিতাব ক্রয় করে কুতুবখানায় ওয়াকফ করলে যেহেতু এ শর্তটি পাওয়া যায় না তাই এভাবে কিতাব কিনে দেওয়ার দ্বারা যাকাত আদায় হবে না।

অবশ্য যাকাতদাতা যাকাত গ্রহণের যোগ্য ছাত্রদেরকে যাকাতের নিয়তে কিতাব দিয়ে দিলে এবং মালিক বানিয়ে দিলে যাকাত আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৯
  • হেদায়া, ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২০৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৪২
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৪১৯
  • সূরা: তাওবা , আয়াত: ৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১