যাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কিতাব কিনে দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৩ মে, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তির উপর দশ হাজার টাকা যাকাত ওয়াজিব হয়েছে। সে এই টাকা দিয়ে কিতাব ক্রয় করে মাদরাসার কুতুবখানায় ওয়াকফ করতে চায়। এর মাধ্যমে কি তার যাকাত আদায় হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোনো প্রতিষ্ঠানে যাকাতের নিয়তে কিতাব ক্রয় করে দিলে তা দ্বারা যাকাত আদায় হবে না। কেননা, যাকাত আদায়ের জন্য উপযুক্ত ব্যক্তিকে যাকাতের মালিক বানিয়ে দেওয়া আবশ্যক। তাই ব্যক্তিকে মালিক না বানিয়ে প্রতিষ্ঠানে ওয়াকফ করলে তা দ্বারা যাকাত আদায় হবে না।

প্রকাশ থাকে যে, মাদরাসায় দ্বীনী কিতাবাদি কিনে দেওয়া অনেক বড় সওয়াবে কাজ। এটি সদকা জারিয়ার অন্তর্ভুক্ত। এতে দ্বীন প্রচার-প্রসার করা ও দ্বীনী কাজে সহযোগিতা করার সওয়াব হয়। এসব কাজ যাকাত-ফিতরার মাল ছাড়া নফল দান-সদকা থেকে করতে হয়। সামর্থ্যবান মুসলমানের উপর এসব দ্বীনী কাজে সহায়তা করা কর্তব্য।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ২০২
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৩
  • ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৪২
  • রদ্দুল হতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১