যাকাত পাওয়ার জন্য রুকুর ন্যূনতম সময়

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

এক ব্যক্তি নামাযের জামাতে রুকুতে এমন সময় শামিল হল যে, একবারও পূর্ণভাবে রুকুর তাসবীহ পড়তে পারেনি। এ অবস্থায় সে রুকু ও রাকাত পেয়েছে বলে ধরা হবে কি না? নাকি একবার পূর্ণ তাসবীহ পড়ার সুযোগ পেলে রাকাত পাওয়া গণ্য করা হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য এক মুহূর্ত হলেও ইমামের সাথে রুকুতে শরিক হতে হবে। ইমামের সাথে রুকুর তাসবীহ পাওয়া জরুরি নয়। কিন্তু যদি ইমামকে রুকু অবস্থায় অল্প সময়ের জন্যও না পাওয়া যায় তাহলে এ রাকাত পায়নি বলে বিবেচিত হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৩০৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪২০
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ২১২
  • হাশিয়া তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২৪৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীস নং: ২,৫৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১