যাকাত দিয়ে ঋণ-পরিশোধে সহযোগিতা করা

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমি আমার অফিসের গরীব শ্রমিকদের জন্য পরিচিত লোকজনের নিকট থেকে যাকাতের টাকা এনে তাদের দিয়ে থাকি। এটা তাদের বেতন ও শ্রমের সাথে কোনো সম্পর্ক নেই। একজন গরীব শ্রমিক আমার কাছ থেকে কিছু ঋণ নিয়েছিল, কিন্তু সে তা পরিশোধ করতে পারছিল না। আমি তাকে বললাম, তোমাকে কিছু যাকাতের টাকা দিব। তা দিয়ে তুমি আমার ঋণ পরিশোধ করে দিও। সে ঐ টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ করে দিয়েছে। জানার বিষয় এই যে, শ্রমিকের সাথে এ ধরনের কথার কারণে কি যাকাত আদায়ে কোনো অসুবিধা হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাত আদায় হয়ে গেছে। ঐ শ্রমিকের সঙ্গে ঋণ আদায়ের বিষয়ে পূর্ব আলোচনা করার কারণে যাকাত আদায়ে কোনো সমস্যা হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯২
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৪৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: ২১, পৃষ্ঠা: ৭৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১