যাকাত গ্রহণের অযোগ্য ব্যক্তিকে যাকাত দিয়ে দিলে করনীয়

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা২৭ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি যাকাত গ্রহণের যোগ্য হওয়ার ব্যাপারে আমার সন্দেহ হয়েছিল, পরবর্তীতে প্রবল ধারণা হয়েছিল যে, সে আর্থিক দিক থেকে যাকাত গ্রহণের যোগ্য তাই আমি তাকে যাকাত দিয়েছি। কিন্তু পরে প্রকাশ পেল যে, আসলে সে যাকাত গ্রহণের যোগ্য ছিল না। এখন জানার বিষয় হল, আমার এই যাকাত আদায় হবে কি না, নাকি পুনরায় এই যাকাত দিতে হবে? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি যেহেতু প্রবল ধারণা অনুযায়ী যাকাত গ্রহণের যোগ্য মনে করেই তাকে যাকাত দিয়েছেন তাই আপনার যাকাত আদায় হয়ে গিয়েছে। পরবর্তীতে ভুল বুঝা গেলেও তা পুনরায় আদায় করতে হবে না। সামনে থেকে যাকাত দেওয়ার পূর্বে যথাসম্ভব ভালোভাবে যাচাই করে নিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৯১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৪৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৯
  • হিদায়া (ফাতহুল কাদীর), খন্ড: , পৃষ্ঠা: ২১৪
  • হাশিয়া তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ৩৯৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১