যাকাত আদায়ের সময়ে হাতে আসা অতিরিক্ত টাকারও কি যাকাত দিতে হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা৯ মে, ২১

প্রশ্ন

আমার কাছে যদি পাঁচ লাখ টাকা থাকে এবং সেটা এক বছর হবার এক মাস আগে ছয় লাখ টাকা হয়, তাহলে যাকাত পা পাঁচ লাখ থেকে দিতে হবে নাকি ছয় লাখ টাকা থেকে দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছয় লাখ টাকার দিতে হবে। যখন যাকাত আদায়ের সময় হয়, তখন হাতে যত টাকা থাকে সমস্ত টাকারই যাকাত দিতে হয়। যখন ওয়াজিব হয়েছিল তখন যতটাকা ছিল তার উপর নয়। যেমন আপনার উপর বছরের যখন যাকাত ফরজ হয়েছিল তখন ছিল ৫ লাখ টাকা, তারপর বছরান্তে আপনি যখন যাকাত আদায় করতে চাচ্ছেন, তখন যদি আপনি ৩ লাখ টাকার মালিক থাকেন। তাহলে আপনার ৩ লাখার যাকাত আদায় করতে হবে ৫ লাখ টাকার নয়। তেমনি যখন আদায় করছেন, তখন যদি ৬ লাখ টাকার মালিক হন, তাহলে ৬ লাখ টাকারই যাকাত দিতে হবে। যখন যাকাত আদায়ের সময় হয়, তখন হাতে যত টাকা থাকে তার উপর যাকাত দেয়া আবশ্যক। আশা করি বিষয়টি পরিস্কার হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار, খন্ড: , পৃষ্ঠা: ২১৪
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ১৭৯
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ২০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১