যমযমের পানি পান করা

ইসলামী জিন্দেগীবিবিধ১৯ ফেব, ২১

প্রশ্ন

যে কোন খাদ্য-দ্রব্য বা পানীয় বসে খাওয়া আদব। কিন্তু যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়? আর এ পানি পান করার সময় কি দু‘আ পড়তে হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সব ধরনের খাদ্য-দ্রব্য ও পানীয় বসে খাওয়া সুন্নাত। আর যমযম কূপের পানি দাঁড়িয়ে পান করলে কোন গুনাহ হবে না। তবে আদবের খেলাফ হবে। কেননা, এটা পৃথিবীর সবচেয়ে পবিত্র ও বরকতময় পানি। এ পানি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পান করা নবী কারীম c তা’লীম দিয়ে গেছেন। সুতরাং এট মুস্তাহাব।

মোদ্দাকথা, যে আমল নবী কারীম c থেকে যেভাবে প্রমাণিত আছে, সেটা সেভাবে করাই সুন্নাত। সেখানে আমাদের বিবেক বিবেচনা অর্থহীন।

যমযমের পানি পান করার সময় এ দু‘আ পড়া সুন্নাতঃ

اَللّٰهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ عِلْمًا نَافِعًا وَّرِزْقًا وَّاسِعًا وَّشِفَاءً مِّنْ كُلِّ دَاءٍ. .

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ১০৯
  • مصنف عبد الرزاق, হাদীস নং: ৯,১১২
  • والدار قطني, হাদীস নং: ২৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১