যবেহ করার সময় যদি দেহ থেকে মাথা পৃথক হয়ে যায়

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

কোন পশু-পাখি যবেহ করার সময় যদি ছুরী বেশী ধারালো হওয়ার কারণে দেহ হতে মাথা পৃথক হয়ে যায়, তাহরে ঐ প্রাণী খাওয়া জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন পশু-পাখি যবেহ করতে গিয়ে যদি ধারালো ছুরীর কারণে মাথা শরীর থেকে পৃথক হয়ে যায়, তাহলে তা খাওয়াতে কোন অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃতভাবে অথবা বেপরোয়া ভাবে এমনটি করা মাকরূহ। কেননা, এতে প্রয়োজনের বাইরে জানোয়ারটিকে কষ্ট দেয়া হচ্ছে। আর হাদীসে এমন নিষেধ করা হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৪
  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ২৮৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৮
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১