মৌখিকভাবে তালাক দিলে তালাক হয় না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক২০ এপ্রিল, ২২

প্রশ্ন

জনৈক ব্যক্তি তাহার স্ত্রীকে ৬ মাস আগে প্রথম বার তালাক প্রদান করে অতঃপর ৪ মাস পর আবার ২য় বার তালাক প্রদান করে (উভয় তালাকই মৌখিকভাবে প্রদান করে) সর্বশেষ গত ১৮/০৮/১৩ ইং তারিখে কাজি সাহেবের নিকট তাহার কাছে সংরক্ষিত স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক নামক ফরমে শুধু স্বাক্ষর করে তালাকে বায়েন প্রদান করে এবং উকিলের মাধ্যমে ডিভোর্স ফরমে স্বাক্ষর করে স্ত্রীর নিকট প্রেরণ করে। (যেহেতু স্ত্রী বাপের বাড়ি রহিয়াছে) এখানে উল্লেখ্য যে, উক্ত ব্যক্তি কাজি সাহেবের ফরম ও ডিভোর্স লেটার পড়ে নাই ও মুখে ও কিছু উচ্চারণ করে নাই। শুধুই স্বাক্ষর করিয়াছে। এখন প্রশ্ন হল, উক্ত ব্যক্তির স্ত্রীর উপর কয় তালাক পতিত হইয়াছে? নাকি বহাল আছে? উত্তর দিয়া উপকৃত করিবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৌখিকভাবে যেমন তালাক পতিত হয়, তেমনি লিখিতভাবেও তালাক পতিত হয়ে থাকে। তাই ৬ মাস আগে স্বামী কর্তৃক এক তালাক তারপর ৪ মাস পর ২য় তালাক আর সর্বশেষ লিখিতভাবে ১৮/০৮/১৩ ইং এর তালাকে বাইনের মাধ্যমে ৩য় তালাক পতিত হওয়ার মাধ্যমে স্বামীর উপর স্ত্রী হারাম হয়ে গেছে। স্বামীর সামনে উক্ত তালাকের কথা কাজী না পড়লেও যেহেতু স্বামী জানে যে, এ কাগজে স্ত্রীকে তালাক দেয়ার কথাই লিখা আছে, সে কথা জেনে বুঝে সে সাইন করেছে তাই না পড়লেও তালাক পতিত হয়ে যাবে। এখন আর স্ত্রী স্বামীর সাথে কিছুতেই বসবাস করতে পারবে না ইসলামী শরীয়ত মোতাবিক। তাই স্বামী স্ত্রী পরস্পর আলাদা হয়ে যাওয়া জরুরী। فى الفتاوى الهندية- وإن كان الطلاق ثلاثا في الحرة وثنتين في الأمة لم تحل له حتى تنكح زوجا غيره نكاحا صحيحا (الفتاوى الهندية-1/472-473) فى رد المحتار- لو استكتب كتابا بطلاقها فاخذه الزوج وختمه وعنونه، وبعث اليها فأتها وقع (رد المحتار–4/456

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২০ এপ্রিল, ২২