মোহর আদায় না করে সহবাস

মাসিক আল কাউসারবিবাহ-তালাক১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমি বিবাহের সময় স্ত্রীর মহর বাবদ ধার্য টাকা কিছু পরিশোধ করি এবং অবশিষ্ট টাকা পরে দেব বলে ওয়াদা দেই। আমার জানার বিষয় হল, আমি কি এখন আমার স্ত্রীকে স্পর্শ করতে পারব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, পারবেন। মহরের টাকা বাকি থাকলে স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারে না-এ ধারণা ভুল। তবে নগদ আদায়যোগ্য মহর পরিশোধ করা না হলে, স্ত্রী শুরু থেকেই স্বামীকে নিজের নিকট আসা থেকে বারণ করতে পারে। প্রশ্নোক্ত ক্ষেত্রে নগদ মহর তো আপনি দিয়েই দিয়েছেন। সুতরাং স্পর্শ না করার বিষয়টি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১১৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৮০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১১৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১