মেরাজে আল্লাহ তা'য়ালার দর্শন

মাসিক আল কাউসারআকীদা২ মার্চ, ২১

প্রশ্ন

মিরাজে রাসূল c আল্লাহকে সরাসরি দেখেছেন না শুধু কথা শুনেছেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মেরাজে রাসূল c আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন কি না এ বিষয়ে সাহাবায়ে কেরাম থেকে উভয় ধরনের বক্তব্য রয়েছে। তবে রাসূলে কারীম c আল্লাহকে এমন বৈশিষ্ট্যের সাথে দেখেছেন, যেভাবে দেখাটা জীবিত অবস্থায় অন্য কোনো ব্যক্তির নসীব হয়নি। কিন্তু এর ধরন কী ছিল, কীভাবে দেখেছেন তা সুনির্দিষ্টভাবে জানা নেই। তাই কোনো একটি মতকে প্রাধান্য না দিয়ে ঐ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকাই শ্রেয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৪
  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ৯৮
  • মাজমুআহ ফাতাওয়া ইবনে তায়মিয়াহ, খন্ড: , পৃষ্ঠা: ৫০৯
  • তাফসীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৯১
  • তাফসীরে মাআরিফুল কুরআন, খন্ড: , পৃষ্ঠা: ২০৪
  • ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১