মেঝে পাক করার নিয়ম

মাসিক আল কাউসারপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

আমার ছোট ছেলে ঘরের মেঝেতে প্রস্রাব করে। স্থানটি একটি ভেজা কাপড় দিয়ে ভালো করে দুই বার মুছে নেয়ার পর ফ্যানের বাতাসে মেঝেটি শুকিয়ে যায়। এতে পেশাবের গন্ধও ছিল না। অতঃপর নামাযের জন্য অযু করার পর অসতর্কতাবশত পেশাবের স্থানটিতে ভেজা পা পড়ে যায়। এ অবস্থায় পা না ধুয়েই নামায পড়ে নিয়েছি। আমার নামায কি সহীহ হয়েছে? পা ধোয়া কি জরুরি ছিল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামায সহীহ হয়েছে। ভেজা পায়ে ঐ জায়গায় চলাচলের দরুণ আপনার পা নাপাক হয়নি। কারণ মেঝেটি মোছার পর তা শুকিয়ে যাওয়া ও নাপাকীর প্রভাব নিঃশ্চিহ্ন হয়ে যাওয়ার দ্বারা তা পাক হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৪৩১
  • নাসবুর রায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৭
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১