মৃত্যুর মুখে পতিত বক্তিকে কিভাবে শোয়াবে

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৩ মার্চ, ২১

প্রশ্ন

মৃত্যুর মুখে পতিত বক্তিকে কিভাবে শোয়াবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কারো মৃত্যুর আলামত দেখা গেলে যেভাবে তার জন্য সহজ হয় সেভাবেই তাকে রাখা যাবে। যদি কষ্ট না হয় তবে উত্তম হল তাকে ডান কাতে কিবলামুখী করে শোয়ানো। অথবা চিত করে শুইয়ে মাথার নিচে উঁচু কিছু দিয়ে সিনা কিবলামুখী করে দিবে। এক্ষেত্রে পা লম্বাভাবে কিবলার দিকে ছড়ানো থাকবে। তবে এ অবস্থায় তাকে নাড়া চাড়া করার কারণে রোগীর কষ্ট হওয়ার আশঙ্কা হলে আপন অবস্থায় ছেড়ে দিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৬৮
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৮৯
  • মুসতাদারাকে হাকেম, হাদীস নং: ১,৩৪৫
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, হাদীস নং: ১০,৯৭৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১