মৃতের চুল-নখ কাটা

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকার এক ব্যক্তি মারা যাওয়ার পর তার আত্মীয় বললেন, মরহুমের নখগুলো বড় হয়ে গেছে। তা কেটে দিন। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এ কাজটি কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মৃত ব্যক্তির চুল, নখ বড় থাকলেও তা কাটা মাকরূহ। এক্ষেত্রে মৃতের পরিবারবর্গের উচিত, মৃত্যুর পূর্বেই ঐসব পরিষ্কার করে দেওয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • কিতাবুল আছার, পৃষ্ঠা: ৬৮
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ১৩৯
  • আলমুজামুল কাবীর, আওসাত, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৯৭
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৫৭৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৬৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৭৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১