মৃতব্যক্তিকে ছদ্কাকারীর পরিচয় দান

ইসলামী জিন্দেগীবিবিধ২২ ফেব, ২১

প্রশ্ন

মৃত ব্যক্তির কোন সন্তান বা আত্মীয়-স্বজন তাঁর জন্য মাগফিরাতের দু‘আ করলে বা দান সদকা করলে, মৃত ব্যক্তি জানতে পারে কি যে, কে তার জন্য এগুলো করেছে? স্বয়ং দু‘আ কারীর জীবনে এর কোন প্রভাব পড়ে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, মৃত ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে জানানো হয় যে, কে তার জন্য সাওয়াব রেসানী করছে। অর্থাত ফেরেশতা তাকে বলে দেন যে, অমুক ব্যক্তি তোমার জন্য ঈসালে সাওয়াব করছে এবং দু‘আকারীও তার জীবনে এর সুফল পেয়ে থাকে। কেননা, অপরের জন্য দু‘আ করলে আল্লাহ পাক তাকে এর বিনিময় দিয়ে থাকেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মিশকাত শরীফ, পৃষ্ঠা: ২০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১