মূল্য পরিশোধের আগেই বিক্রেতা হারিয়ে গেলে করণীয়

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৩ মার্চ, ২১

প্রশ্ন

একবার অস্ত্র-যাদুঘরের সামনে সিগনালের সময় এক পানিওয়ালার কাছ থেকে এক বোতল পানি কিনেছিলাম। কিন্তু মূল্য পরিশোধের আগেই গাড়ি ছেড়ে দেয়। ফলে তাকে পানির মূল্য দেওয়া সম্ভব হয়নি। সিগনাল পার হয়ে গাড়ি থামিয়ে তাকে খুঁজেছি কিন্তু তাকে পাইনি। এখনও তাকে খুঁজি তবে ক্ষণিকের দেখায় তার চেহারাও আমার মনে নেই, হয়তবা আমার চেহারাও তার মনে নেই। এমতাবস্থায় আমার করণীয় কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু বিক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছে না তাই আপনার করণীয় হল ঐ পানির মূল্য বিক্রেতার পক্ষ থেকে ছদকা করে দেওয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ১০, পৃষ্ঠা: ১৩৯
  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: ১০, পৃষ্ঠা: ৬৬৬
  • মওসূআহ, ইবনে মাসউদ রা., পৃষ্ঠা: ৪৪১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১