মূর্তি ও ভাস্কর্য প্রসঙ্গে

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের দেশে বিভিন্ন ধাতুর তৈরি নানা প্রকারের মূর্তি-ভাষ্কর্য ইত্যাদি পাওয়া যায়। যা বাসা-বাড়িতে বিভিন্ন প্রতিষ্ঠানে সাজিয়ে রাখা হয়। প্রশ্ন হল, এসব প্রতিকৃতি ভাষ্কর্য ক্রয় করা ও সাজিয়ে রাখা বৈধ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে কোনো প্রাণীর মূর্তি, প্রতিকৃতি, ভাষ্কর্য ইত্যাদি তৈরি করা হারাম। এগুলো ক্রয়-বিক্রয় করা, প্রদর্শনী করা বা ঘরে দৃশ্যমান অবস্থায় সাজিয়ে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হাদীস শরীফে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা এসেছে। সুতরাং এসব থেকে বিরত থাকা জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮০
  • ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৯৭
  • তাকমিলা ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ১৫৫
  • উমদাতুল কারী, খন্ড: ২২, পৃষ্ঠা: ৭০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭
  • আলমাদখাল, ইবনুল হাজ্জ, খন্ড: , পৃষ্ঠা: ২৭৩
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: ১০, পৃষ্ঠা: ২০২
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৭
  • সূরা: মায়েদা, আয়াত: ৯০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১