মুহাররম মাসে বিবাহ-শাদি

মাসিক আল কাউসারবিবাহ-তালাক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

মুহাররম মাস সম্মানিত এবং এই মাসে যেহেতু হযরত হুসাইন e শহীদ হয়েছেন তাই এই মাসে বিবাহ-শাদি করাকে কুলক্ষুণে মনে করা হয়। এ কথা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, একথা ঠিক নয়। এই বিশ্বাস রাখা এক ধরনের শিরক। হাদীস শরীফে এসেছে, কুলক্ষুণে বিশ্বাসের কোনো বাস্তবতা নেই। অপর এক হাদীসে আছে, কুলক্ষুণে শিরক।

সুতরাং মুহাররম মাসে বিয়েশাদি করতে কোনো অসুবিধা নেই। উপরন্তু বহু হাদীসের ভাষ্যমতে এই মাস বরকতপূর্ণ ও মহিমান্বিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসনাদে আহমাদ, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৯
  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ৩৬৮
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ১,২৫৭
  • সুনানে আবু দাউদ, হাদীস নং: ৩,৯০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১