মুসাফিরের উপর কুরবানি

মাসিক আল কাউসারকুরবানী ও আকিকা২৪ ফেব, ২১

প্রশ্ন

জনাব, আমি কুরবানির সময় সফরে ছিলাম। সে সময় আমার নির্দেশেই বাড়িতে কুরবানি করা হয়। ঈদের দ্বিতীয় দিনে আমি সফর থেকে ফিরে আসি। স্থানীয় এক আলেমের কাছে শুনলাম, সফর অবস্থায় কুরবানি ওয়াজিব নয়, কিন্তু কুরবানির সময়ের ভিতরে মুকীম হলে (আর্থিক সঙ্গতি থাকলে) কুরবানি ওয়াজিব হয়। জানতে চাই, সফরে থাকা অবস্থায় যে কুরবানী দেওয়া হয়েছে তা ধারা আমার ওয়াজিব কুরবানি আদায় হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাঁ, সফরে থাকা অবস্থায় যে কুরবানি করা হয়েছে তা দ্বারা আপনার ওয়াজিব কুরবানি আদায় হয়ে গেছে। তাই পুনরায় কুরবানি করা জরুরি নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১২
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩০৬
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১