মুসল্লীর পা কর্তিত হওয়া ও শুয়ে নামায আদায়

ইসলামী জিন্দেগীনামায১৮ ফেব, ২১

প্রশ্ন

যার একটি পা কেটে গিয়েছে সে কিভাবে নামায পড়বে? তেমনিভাবে অসুস্থ ব্যক্তির বিসানায় শুয়ে নামায আদায়ের পদ্ধতি কি হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে ব্যক্তির এক পা কেটে গিয়েছে তার পক্ষে যেহেতু দাঁড়িয়ে নামায পড়া সম্ভব নয়। সুতরাং তিনি বসে নামায আদায় করবেন।

আর এমন অসুস্থ ব্যক্তি, যে ঘরে বসেও নামায আদায় করতে অক্ষম, সে শুয়ে শুয়ে নামায আদায় করবে। আর এর পদ্ধতি হচ্ছে এই যে, মাথা পূর্ব দিকে দিয়ে উভয় পা কিবলামূখী করে চিত হয়ে শুয়ে মাথা দ্বারা ইশারা করে নামায আদায় করবে। আর মাথার নিচে কোন বালিশ অথবা অন্য কোন উঁচু জিনিস রাখবে।

অথবা কিবলার দিকে চেহারা করে পার্শ্ব ফিরে শয়ন করবে। অর্থাৎ, মাথা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে করে রাখবে। কিন্তু চেহারা থাকবে পশ্চিম দিকে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৮ ফেব, ২১