মুসল্লীদের জন্য বিনামূল্যে মসজিদের গাছের ফল খাওয়া

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকার মসজিদের অনেক ফলজগাছ আছে এবং এগুলোতে প্রচুর ফল হয়। এখন প্রশ্ন হল, মুসল্লীদের জন্য বিনামূল্যে মসজিদের গাছের ফল খাওয়া বৈধ হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদের জায়গার গাছের ফলমূল মসজিদের সম্পদ। তাই মুসল্লী বা অন্য কারো জন্য বিনামূল্যে তা খাওয়া বৈধ হবে না। এ সকল ফল বিক্রি করে তার মূল্য মসজিদ ফান্ডে জমা দিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলইসআফ, পৃষ্ঠা: ২২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১